Archive for এপ্রিল, ২০১৫

দেয়ালিকা প্রচ্ছদ : এপ্রিল , ২০১৫

বিলম্বিত বসন্ত : পর্ব ১ [ এপ্রিল, ২০১৫]

বিলম্বিত বসন্ত

মোঃ নাজমুল হক (প্রভাষক, ইংরেজি)

হৃদয়ের ঝুল বারান্দায়
যদি অবরোধ ডাকে কোন ফাল্গুনী ভোর,
হাল ভাঙ্গা হৃদয়ের পালে যদি
ছুয়ে না যায় একটুখানি পরবাসী প্রেম!
স্বপ্নাতুর মন যদি খুজে না পায়
রঙ্গিন প্রজাপতির ডানার সামান্য আশ্রয়;

ফুরফুরে দখিন হাওয়া
যদি ছুঁয়ে না দেয়
তোমার টোলপড়া গাল-
বেণিমুক্ত বেয়াড়া চুলগুলো
যদি অসময়ে সন্ধ্যা নামায়
হৃদয়ের আঙ্গিনায়

কাউনের মতো মিহি রোদ
যদি তাতিয়ে না দেয়
মসুর-ডালের মতো ফর্সা শরীর

গলির মাথায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া
যদি না ফোটায়
শহিদের রক্তের মতো লাল ফুল

অস্ফুট স্বপ্নেরা যদি নেতিয়ে পড়ে
থমকে যাওয়া সময়ের কোলে,
দুঃস্বপ্নের কোলে মাথা রেখে যদি
ঘুমিয়ে পড়ে আধমরা জীবন

তবে তোমার জন্যে বাসন্তিক কোকিল হব;
প্রয়োগ করব বিপুল শক্তি –
যুগপৎ গানে লুটে আনব বিলম্বিত বসন্ত ৷